কোকিল
দেবপ্রসাদ জানা
কোকিলের ডাকে ঘুম,ভেঙেছিল আজ।
এতদিনে কোকিলের,খুলেছিল দিল।
বসন্ত যে অহংকারী,সেযে ঋতুরাজ।
তাই এতদিন আর,ডাকেনি কোকিল।
কতসখী আছে তার,বলে ভালোবাসি।
চিরসাথী কোকিলের,কিযে হলো ভুল।
কালো রঙ দেখে তার,করে হাসাহাসি।
আছে তার দাসদাসী, নানারঙে ফুল।
দেখেছে কোকিল তবু,মিথ্যা অভিমানে।
ভেবেছিল বসন্তের,সব অভিনয়।
কালো বলেই বসন্ত,কটুবাক্য হেনে-
জর্জরিত করেছিল, করেনি প্রণয়।
কোকিলের ঘর নাই,রঙ তার কালো।
কেমনে বসন্ত তারে,ভালোবাসে বলো?