ক্ষয়ের বৃক্ষটি
দেবপ্রসাদ জানা
ফুঁ দিয়ে ওড়াই অন্ধকার।
তবু কুয়াশাচ্ছন্ন আকাশের ভারাক্রান্ত মেঘ।
স্মৃতিক্ষতে তাচ্ছিল্যের মুহূর্ত।
মুখোশে ঢেকেছি মুখ এতদিন।
নগ্নতার মান অপমানের সামাজিক দায়বদ্ধতা
বাঁচার স্ফুলিঙ্গ গুলো এই ভাবেই
কঠিন থেকে কঠিনতর হয়,
প্রতিদিন নগ্ন করে পোড়াই মনের পাপ।
বদলায় চেনা অজানা-অচেনা পাথুরে মুখ।
আলো বাতাস অন্ধকার আর?
তার থেকে পাওয়া অচেনা সুখের মুহূর্ত গুলো।
সব স্মৃতির গভীর কালো গুপ্ত কক্ষে -
হারিয়ে যায় একদিন।
মৃত্যু হয় আলোর, ঘনিয়ে আসে অন্ধকার।
সত্যিই কি ভয়ংকর মৃত্যুর খেলা।
গভীর গোপন সত্যি উন্মুক্ত শাণিত তরবারি যেন
ক্ষয়ের বৃক্ষটি রোজ কেটে কেটে নির্মূল করি।
তবুও অলক্ষ্যে জন্মে যায় স্মৃতির পাহাড়ে।