জীবনের কবিতা
হৃদয়ে আঘাত পেলে,লিখেছি অনেক।
কষ্টের কলম ভারী লিখতে শেখায়।
যন্ত্রণারা লিখে ফেলে কবিতা যতেক
মনের কষ্ট লেখার প্রেরণা যোগায়।
ক্ষতের পরিধি যত, বাড়তে থাকবে
কলম চলতে থাকে,শুধু অবিরত।
লেখার ভাবনা তত,কলমে আসবে
নিজের খেয়ালে চলে, জীবনের মত।
অশ্রু জলে ভিজে যায় মনের আয়না
শুকনো হচ্ছে কালি, দিন প্রতিদিন।
দুঃখগুলো হয়ে ওঠে,জীবনের দেনা।
এক থাকে না চলার গতি,চিরদিন ।
মনের শক্তিকে ঘিরে ফেলুক বেদনা
দাঁড়াব আবার,জানি ভাগ্যের ছলনা ।