জীবন বালুচর
অলক্ষ্যে পাথর জমে,ভিতরে ভিতরে।
নদীর প্রত্যক্ষ স্রোতে,ভাটার উজান।
বিষন্ন আঁধার জমে,আলোর অন্তরে।
মরা নদী ধরা দেয়,শস্য ভরা প্রাণ।
খরস্রোত,একাকিত্ব,হাজার চিন্তায়,
নদীর মরার ক্ষতে,জমে বালুচর।
আপন ভূবন জুড়ে,একাকিত্বে পায়।
এক পাশে জলরাশি,খিদের কাঁকর।
জীবনের দীর্ঘ পথে,অভ্যস্ত হয়েছি।
স্বাধীনতার বেদনা,স্তব্ধ স্বপ্নময়।
একাকিত্বের আস্বাদ,সম্পূর্ণ করেছি।
অনুভবে আকাঙ্ক্ষায়,স্নিগ্ধ বায়ু বয়।
জীবনের প্রতি বাঁকে,ক্ষমার পরাগ।
মিলনের সন্ধিপত্রে,প্রেমের সোহাগ।