জীবাশ্ম
দেবপ্রসাদ জানা
একটা জীবাশ্ম পেয়েছি,
হৃদয়ের খনি খুঁড়ে।
তিনশ বছর পুরানো,মরা প্রেমের জীবাশ্ম।
ফাল্গুনের প্রস্ফুটিত,রক্তিম শিমুলের শেকড় -
জড়িয়ে ছিল তায়।
জীবন্মুক্ত প্রেমাঙ্কুর,বসন্ত বিলাপের মায়ায়-
পলাশ আগুনে পোড়ানো ,কতগুলো ভুল,
ছিল মমি হয়ে।
বসন্তের নীরব আলাপের রঙ মাখা বেদনা,
মহাঔষধি প্রেমগাথা বুকের ভিতরে-
আপন অঙ্গনে দুখের পরশ লাগা সুগন্ধি অবহেলা।
নাম না জানা কতক গুলি ষড়যন্ত্র,হিংসা,
মমির আনাচে-কানাচে রাখা অশান্তির তরল,
পলাশ কৃষ্ণচূড়ার প্রশংসা ভরা স্বর্ণকুম্ভ।
শিমুলের খোঁজ পাওয়া গেল না তাতে,
বসন্ত উৎসবের মাতাল মাদক ঠাসা লাল হৃদয়।
কালো হৃদয়ের গোলাপ ফসিল।