হে মানব
দেবপ্রসাদ জানা
০২.৭.২০২২

হে মানব,রথের দড়ি টেনে দেখো একবার।
সময়ের সোপানে পদপিষ্ট সত্যকে -
মুষ্টিবদ্ধ করো হে মানব,
সময়ের স্রোতের পাক খেতে খেতেই,
ঈশ্বরের সারথি হতে হবে তোমাকে।
পথের আবর্জনা গুলোকে
মনের বাতাসে -উড়িয়ে দাও।
দেখবে সমাজের গম্ভীর কালো অন্ধকার,
তোমার পাশে নেই আর।
মাটির নিভৃতে ধূলো হয়ে জমে ছিলে,
ঘুমিয়েছিলে যে অনন্ত বছর,
প্রতীক্ষায় ছিলে যে সুন্দর পৃথিবীর -
মহাপ্রলয়ের আগেই তাকে পেয়ে গেছো হাতে।
মুষ্টিবদ্ধ দড়িটার গায়ে যদি রক্ত লেগে যায়।
সেই রক্ত জেনো ঈশ্বরের।
প্রজন্মের পর প্রজন্ম -
যে কলেবরহীন রথ টেনে চলেছ
গন্তব্যে পৌঁছতে পারোনি সহজে-
দেখবে সেই রথ ও তুমি অনায়াসে,
পৌঁছে দিয়েছ গন্তব্যস্থলে।
আজ ঈশ্বরের রথের দড়িটা,
তোমার মুষ্টিবদ্ধ হোক একবার,
তুমি অবয়বহীন মায়া -
তোমার আত্মার হৃদয়ে নক্ষত্র হয়ে থাকবে।