দেখতে দেখতে কুড়ি
দেবপ্রসাদ জানা
দেখতে দেখতে কুড়ি বৎসর ধায়।
সন্তর্পণে হিমস্বরে,জীবন কার্ণিশে-
জোছনা মোড়া রাতের,স্মৃতিময়তায়।
জমে যাওয়া ধুলোর,সেই মজলিশে।
আমার জীবনে এলে,নিয়ে সুপ্রভাত।
বোধের দরজা খুলে,অবিরত টানে
বাড়িয়ে দিয়েছ তব,প্রত্যাশার হাত।
বুঝতে বুঝতে কুড়ি,কেমনে কে জানে?
কিশোরী শরীরে সেই,সুকুমারী স্পর্শ।
বিনিময় বিনিয়োগ, আতীব্র আকুতি।
ভালোবাসা দেয়ানেয়া চরিত্রে আদর্শ।
নীলাভ আকাশে হাসে,বিরহ বিবৃতি।
সময় চলেছে পিছে,গুপ্তচর হয়ে।
বালুচরে অবিরত,নদী যায় বয়ে।