চোখের জল
দেবপ্রসাদ জানা
অশ্রুজল ফোঁটাফোঁটা,শুষ্ক স্তন বেয়ে।
যে স্তনের বৃন্তমুলে, শিশু সদ্যজাত।
মায়ের কুচাগ্র শুষে, দুগ্ধ নিচ্ছে খেয়ে।
দুগ্ধহীন বক্ষে তার,নোনা সুধামৃত।
মায়ের চোখের জল,মোটে মিথ্যে নয়।
দুধের অমৃত স্বাদ সে,পাবে না জানি।
ক্ষুধার্ত মায়ের স্তনে,নোনা দুগ্ধ বয়।
এই ভেবে সদ্য শিশু,তাও নেবে মানি।
অবাক পৃথিবী কহে,ওরে মাতা শোন।
ক্ষুধার সাম্রাজ্যে শিশু,রাত্রি জেগে রয়।
যত ক্ষুধা বিশ্বভরা,নিয়েছে আসন।
মানদণ্ড হাতে নিয়ে,দেখিও না ভয়।
মনেরেখো দণ্ডধারী,এ যেন না কহে।
মায়ের দুধের স্বাদ, সুধামৃত নহে।