আর কতদিন
দেবপ্রসাদ জানা
২৮.৭.২০২১

আর কতদিন বন্ধু সেজে থাকবে?
এত কথা,এত দেয়ানেয়া,এত অন্তরঙ্গ খোলামেলা
স্বপ্ন কিনে ফেলা,এসবই কি বন্ধু বলে?
ধরো,যদি কোনো একদিন,তোমার হাতে হাত রাখি,
সেইদিন খালিপায়ে হেঁটে যাই,
সবুজ ঘাসের ওপর দিয়ে,
দিগন্ত জোড়া মাঠে,
রেললাইনের ধারে লাজুক,
সাদা কাঁশফুল সেলাম ঠুকে দাঁড়িয়ে
রবে শরমে।
কখনো দিগন্ত ছোঁয়া,নদীর তীর ধরে,
বহুদূরে একেলা ডিঙি নাও হাত ছানি দেবে,
সোনালি সূর্যের রোদমাখা আলো আড়াল হতে।
তোমার পায়ে,আদরে জড়িয়ে রবে সাদা বালুকণা,
রূপায় গড়া নূপুরের মতো।
পায়ে পা ফেলে হাঁটবে,কিশোরী সূর্য।
কচিকাচা তারারা,জোছনা রাতে
মেঘের আড়াল থেকে উঁকিঝুঁকি দেবে,
তোমার মেঘরং এলোচুলের খোঁপায় ফুটবে
জুঁই মালতী গোলাপ।
সাতরঙা রামধনু বৃহৎ পাঁচিল টেনে হাসবে।
তোমার গলায় পরিয়ে দেবে সুখের মালাখানি।
ভালোবাসার হাতে হাত রেখে একদিন -
বন্ধু না হয়,নাই হলে সেদিন -
প্রেমের জঠরে ফুটুক না,ভালোবাসার ফুল।