অন্ধ অন্ধকারে
দেবপ্রসাদ জানা
২৫.৮.২০২১
না ওঠেনি দিবাকর,আমার আকাশে।
যেখানে যখন থাকি,সেথা অন্ধকার।
আঁধার জীবনে মোর, করে অত্যাচার।
ছু-মন্তর খেলা করে,আনন্দ উচ্ছ্বাসে।
কোন এক বর্ষাদিনে,জল থৈথৈ দেশে।
শীতের চাদর ঢাকা,গভীর আঁধারে।
বসন্তে,পলাশ বনে,ফুলের বাহারে।
মোর চোখ দিশাহারা,মেঘ সম ভাসে।
যেদিন সে এসেছিল,লুকিয়ে শলাকা।
দুই চোখে দিয়ে গেছে,অন্ধকার ঢেলে।
এই চোখ দেখেছিল,অন্তরঙ্গ থাকা।
অন্য প্রেমিকের দেহে,তার দেহ ফেলে।
অনুভূতি হয়নি যে,বহুকাল একা।
পোড়া চামড়ার গন্ধ,কেন নাকে দিলে?