সে আমার কে হয়?কেনো শুধু তাকে দেখলেই এমন হয়?
হৃদয়ের গহিনে জমানো ভালবাসার কাটা টা শূন্য থেকে এক লাফে ১৮০ ডিগ্রিতে উঠে বাস করে,
আমার রক্তচাপেরা উচল স্রোতে প্রভাহিত হয়,
ঝিম ঝিম ধরা তন্দ্রাচন্ন ভাব কোথায় পালায়?
হাজার বছরের খরায় শুকনু নদীটাতে টলমল পানির ধারা বয়,
সে আমার কে হয়?কেনো শুধু তাকে দেখলেই এমন হয়?
স্বপ্নহিন এ মনে স্বপ্ন জাগে,সিন্ধু আমার বিন্দু লাগে,
আমার অনুভুতির জানালা দিয়ে ফাল্গুনি বাতাস বহে,
আমায় দেখে সে বাঁকা হাসি দিলে কেন এ মন এত খুশি হয়?
সে আমার কে হয়?কেনো শুধু তাকে দেখলেই এমন হয়?
আমার ছেড়ে যাওয়া ধৈর্যরা কেন দূর হতে ফিরে আসে এ অশান্ত মনে বিনম্রতার হিল্লোল জাগায়?
আমায় ফেলে যাওয়া স্বপ্নরা আলোক বর্ষ দূর হতে ফিরে এসে এ মনে আশ্বাসের শিশির বিন্দু জমায়?
বিবর্ণ হয়ে যাওয়া চেতনার ঘাস গুলি আবার সবুজ হতে থাকে
কেনো, তাকে দেখলেই এমন হয়?সে আমার কে হয়?
তার ছায়া স্পর্শ করলেই এ মনে কেন ঠাণ্ডা বাতাসের দোল খেলে যায়?
কেনো আমার ভাবনার সীমারেখা প্রশস্ত হয় ?
আকাশে জমানো কালো কালো মেঘ গুলি উড়ে গিয়ে শুভ্রতার সন্ধান মেলে
বারান্দায় ডাল পালা নেতিয়ে পরা ফুল গাছ টা কেন সজীব হয়ে কলি ফোটায়
আমার দুঃখরা ছন্নছাড়া হয়,এ মনের দুরবা ঘাসের ডগায় ডগায় শিশিরের বিন্দু জমে
সে আমার কে হয়?কেনো, শুধু তাকে দেখলেই এমন হয়?