সজীব দেবনাথ ঊনবিংশ শতাব্দীর আশির দশকের শেষের দিকে ২০ ডিসেম্বর জন্ম গ্রহন করেন। কর্ম জীবন সূত্রে তার পিতা রঞ্জিত দেবনাথ একজন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক,মাতা রীনা রানী দেবী এক জন পোস্ট মাস্টার।৩ ভাইবোনের মাঝে তিনি প্রথম।ছোটবেলা থেকেই তিনি মেধার স্বাক্ষর রেখে চলছেন।‘ফাগুনের কাছাকাছি’ লেখকের প্রথম কবিতার বই।ঢাকা বিশ্ববিদ্যালয় স্নাতক শেষ করে ২০১০ সালে উচ্চ শিক্ষার জন্য ইংল্যান্ডে পাড়ি জমান।২০১৫ সালে এম বি এ শেষ করেন।ছোট বোন একজন শিক্ষিকা ছোট ভাই জুটন দেবনাথ ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তরে অধ্যায়নরত।
ইমেইলঃdebnathsajib@gmail.com