তোমার মনে পড়ে একষট্টি বছর আগের সেই কথা?
যুগে যুগে বয়ে আসা শ্রদ্ধা কে তুমি আবারো অর্পন করে গেয়েছিলে ভক্তির জয় গাথা !
সেদিন দিয়ে ছিলে তুমি শ্রদ্ধা,ভক্তি উজাড় করে ;
তবে আজ কেন যাচ্ছো তুমি অশ্রদ্ধার নেশায় হারিয়ে!
গোটা দেশ দেখো সেজেছে আজ গুরুর আরতিতে ;
তবু সেই আরতির হোমানলে সম্মান পুড়ছে দিনে রাতে ।
তুমি তো বলে ছিলে শিক্ষক সমাজের আদর্শ,এই জাতির শিরদাঁড়া !
তবে সেই শিরদাঁড়া কেন ভেঙে দিতে চাও, কেন হতে চাও আদর্শ হারা ?
আজ একটা দিনের অজুহাতে তুমি ভক্তি করছো জাহির;
তবে কাল কেন ভাঙতে চাও তাঁদের গর্বের ওই প্রাচীর ?
মনে রেখো শ্রদ্ধা কিংবা ভক্তি কেউ আসেনা লাখ টাকার আড়ম্বরে;
প্রকৃত মানুষ হওয়ার শিক্ষা পেলেই তা জাগবে তোমারো অন্তরে ।
আজও শত শত শিক্ষক তোমাদের মাঝে বিবেক কিংবা সুভাষের মুখ খোঁজে;
অচেতন হয়ে হারিয়ে যেওনা ব্রতী হও দেশের মহান কাজে।
শিরদাঁড়া কে ভাঙতে দিওনা তাকে মজবুত করে রেখো;
দেখবে সমাজ আবারো সতেজ হবে যতোই অন্ধকারে থাকো।।