নিজেকে চিনলে তাকে চেনা যায়,
নিজেকে জানলেও নাকি তাকে জানা যায়।
সে যে অপরুপা সেজে বন্দিনী হয়ে আপন কারা গৃহে!
তুমি না হয় আজ একটা দরজা ভাঙো,
তাকে মুক্তি দাও!
তাকে খোলা হাওয়ায় ঘুরতে দাও,
তাকে সবুজের সনে মিশতে দাও!
তাকে মাছের সাথে খেলতে দাও,
তাকে পাখির সাথে উড়তে দাও!
সে যে এক আগল হারা শিশু!
আজ নিজ ঘরে অজ্ঞাতবাসে চোখের জলে ভাসে,
তুমি হাত বাড়াবে না ? তাকে নেবেনা টেনে কাছে ?