গোয়েন্দা কাহিনির ভিতর সাইকেল রাখা আছে
মধ্যান্যের ঘুগুর জীবন ছুঁয়েছিল যখন
মৃত মানুষের গজল

যেখানে মাঠ ছিল
সেখানে এখন পাড়া

ছাদের ওপোর তারা নামে
প্রেমিকার বুকে মঙ্গল সুত্র

ছেলেমানুষি ও প্রযুক্তি পেরিয়ে
স্কুল বাস থামে

জি.ডি.পি বুঝিনা
তথাপি জীবনের সাথে ইয়ার্কি মারে জীবন