ওড়ানো সানগ্লাস
আর কি দেকছ তুমি
ভোর ভোর সমুদ্র ভাবনা ব্যবচ্ছেদে
কালো দিন কালো হৃদস্পন্দনে
ভালোবাসা বিষয়ক অভিধান খুলে বেঁচে থাকলে
বাবার বিষন্ন সাইকেল হাসে
দীর্ঘ রাত সমাবেসে হাড় ভাঙা জাগরণ ছুঁলে
জানা নেই আমলকি গাছে চাঁদ খেতে বসে?
কিংবা বাচ্চার নাফোটা মুখে থমথমে খেলনা গাড়ি
নিঃশব্দে চলে
জীবন ও শীল্পে ঝাড়ু দেয় ভোর-ঝাড়ুদার
আমাদের রেলগাড়ি ও শনী মন্দির অর্থ খুঁটে খায়