কে আসবে তুমি জানো কী?
রান্না ঘরের নীল আগুনে যে চুম্বন
তার পেছনে আছে দীর্ঘ ভব ঘুরে দিন।
মাতালের সংলাপ।
ফুলদানিতে একটা সূর্যমুখী
তোমার নির্ধারিত ছিল?

ঘুরে ফিরে একটাই হারমোনিয়াম জীবন
বিকেলের কাকের ডানায় ক্লান্ত বাস ড্রাইভার
আমি টেলিফোনে তোমাকে চেয়েছিলাম।

সুপ্রভাতের দিকে চেয়ে সুপ্রভাত পেয়েগেলে
তোমার কাছে কি বিকেলের বিষন্ন চায়ের কাপ আসবেনা?
যেহেতু পৃথিবী ঘুরছে
তাই...

ব্যার্থ প্রেমের ওপোর ফোটে
জংলা গোলাপ