দুপুর তরঙ্গে টেবিল পেরেক
ঠুক ঠুক শব্দে ঘুমায় রাত
ঘুগুর ডাক পরজটনে ছায়া নীল
তুমি-কথা রটে পিষ্ট হাড়ে
-------------------
২
বরষা জামা রাঙ্গিয়ে তুমি-পোট্রেইট
এখনো ছাদের কারনিশে পাখনায়
বেহিসাব ভ্রমন কুড়িয়ে নিঝুম
বইয়ের পাতা সান্তনা