৫
চা কাপের সান্ধ্য ভাব্নায় সকাল গেলাস
খাপ ছাড়া তুমি-কথা জীবন পড়লে
অনুচ্ছেদে সুপ্রভাত আশাহত
শিশুর চোখে ঝরনা দিয়ে টোন করে যায় জাপন কথা
৬
ফটো যোনিক তুমি-কথা অন্তর জাল পেরিয়ে
লাইট পোস্ট
রিদ্ধ করে কষ্ট চাদর
শীতের সারেগামায়
যা হবার নয় একটি আলো
জীবন জীবিকা অভাব
চা কাপ