১০
নদী গন্ধের নাক্ছাবিতে
অভ্র
তুমি-জীবনের বই পাতায়
আমরা
১১
ব্রিষ্টির রক্তিম অনুপমায় গলি পথ
ছড়ায় মাউথ অরগান মনস্তত্ব
সপ্ন আকার অরগাজমে প্রেমিক
ছাতা
১২
তিস্তা ঢেঊ পদাবলিতে ডুব ভ্রমন
হাড় পাজর সাজিয়ে পারব্ন ঝরে
শুকোয় আঙ্গিনা প্রবন
পালক
জমানো রাস্তা- থিয়েটারে