৭
এক ফোটা অরন্য কঅপালে
এসেছিল পাখী
নিবিড় ট্রাফিকে
প্রেমে পড়ে
৮
বন পথ ছোয়া পদাবলির সাইকেল গল্পে
রাধীকা ব্রিষ্টি জল-মাতাল
নুপুর তরানায় আসমান
৯
বুক ফোকোরের ন্রিত্ত খুলে দেয় তুমি-কথা
ডোডো পাখীর ঘুম বাচ্চারা
সপ্ন পাতায়