ভ্রমর জমানো ফুলদানিতে
খুলে যায় মন প্লাবন
গীটার খেলায় তুমি-কথা ওড়ে

একাকি সন্ধ্যা কাল