ঝড় বেলার রং জীবানু            বুকে
চিন্তার বিকেল মাখে দাড়িয়ে

জীবন ছোয়া ভাংচুর খুলে          জামায়
মেঘ্লা ঘামের বারান্দা

জলে ওঠে              ধ্বমনির অন্ধকার
ওঙ্কার শোনে          রাস্তা