বরষা রাতের মোম বাতি ভরিয়ে
ছাতার প্লাবন রাইকিশরি গানের শরির
রটে যায় হাওয়া খেলায়
দদুল্ল মান ঘড়ি বেলার চুম্বনে
তুমি আছ
ঠেশ দিয়ে দিনলীপি-দেওয়ালে শ্বাস
ভরে ওঠে মেঘ
শরীর
নিশ্ঠুর নিলামে প্রতি দিন চাদ
ক্যান্ভাসের সারথপর রং গলে ফুলদানি স্তন
ভাসায়
এক বাস রুট জিগ্যাসায় নিয়তি
রুট মেপ