ডায়রি জমানো মন পাখনায় আছি
বন্ধু ছুয়ে দু-লাইন ভাসানো বিবরনে
কিছু মন পাতা রেখে খুশি বেলা
পেরিয়ে যাবে দিগন্ত কথার ছবি।
তোমার ঝরনা মনে গান পাড়ার ঠিকানা
আমি যাব যদি বল
দূরের বাস রুটে টবের গাছ
ছুয়ে দিলে ফুল প্রপাত
ভবঘুরে অপেক্ষা