অন্ধ কূপ খুলে আলো পাখীর বিবরনে
আকাশ নীলের প্রেমালাপ নিয়েছি।
মনেমনে বলেছি        নদী
আমাকে ডোবাও।

তোমার মনকথা এক হাসপাতাল প্রেরণা      আর
মাঝ রাতে           আমার মমের আলো
জ্বলছে              তোমার চিবুক কাব্যে

অবেলার কথাকলি
হাটু ভেঙ্গে বসব্না আর......