হারানো বেহালা            বাথরুমে
বেডরুমে পাওয়া একটি বাক্য নিয়ে
ফুট্পাথ স্তব্ধতায়

প্রেম বিকেলের একলা চা
তুমি জড়ানো মেঘ লিখনে চুমুক

আর সান্ধ্য বেথা গলি শেষে
দু টুকরো গান

কথা থাকে আব্ছা আলোয়
কথার ডায়রি চলেগেলে