দুপুর ছায়ার চড়াই
টুকরো টুকরো সপ্নে

তোমার কথার পাড়া
দুলন্ত ঘাস বনে

কোলাজ জীবন সাটা
বুক দেওয়ালের পারে

আসছে শুক্রবারে
সময় হবে কি তমার ?