বেহালা ভাঙ্গা গান
সকাল রাখার ছাদে

কাপড় মেলা রোদ
জানালা খোলা হাতে

আমার দিন ভোলানো পাতা
তুমি ঝড় বাদলে ওড়ো

যেব্রা ক্রসিং গাথায়
তুমি-জীবনের কথা