গলি পথের বেক্তিগত আকাশ মিনার
বাতাসে ব্যাথা জমানো বারুদ গন্ধে
শহর জাগা এক বুধবার ধরে তুমি-জীবন ।
খালি ফুট্পাথ ধরে হকার ভাষা
নাবোঝা আরক্ত রাতের ক্যান্ভাসে
হারানো কাব্য খাতার দু-পংতি ধরে
এই মাত্র ছেড়ে দিল বাস
মিস করলে ?.........