পাতার সবূজাভো অন্ত হীন কলমে
জেগে থাকা ব্রিষ্টি নাম, মুছে ফেলার
ঝড় বেয়ে হাটা সটান রক্ত পাতে
ফুলগাছ জড়ানো মৌসম বিব্রিতি ছুয়ে
রঙ্গের উত্সব ছানা উলের বল গুলো
গড়ায় বিষাক্ত পাজর যোড়া , রাস্তায়
নেমেপড়ে অটো রিক্শা জীবন গাথায়
তুমি এক রাত্রী ডিজাইন তুলেরাখো