তুমি দিয়ে ছিলে গান
আমি ভাজ করে রাখি ডায়রি ব্যালায়
ফুটে যায় গোলাপ

একবার তোমায় দেখে নেই শহর দোলায়
এ জীবন এক্রেলিক রঙ্গে
জেগে ওঠে ফুলের ঘুম গান

শহর কথার দোতারা তার
তুমি টেনে বেধে দাও
আঙ্গুলের ছোয়া লাগতেই
ফুটে ওঠে তোমার ছবি-মন

গভীর চোখ কথা
চকিত ক্যামেরায়
লেখা হয়ে যায় সমুদ্র গাথা