১
ঝোড়ো বুকের লন বলেছি
ভাসিয়ে দিলে রাত কবিতার
বরষা গভীর জীবন
"তুমি চেয়ে" ছড়ানো আকাশ
দাড়িয়ে থাকো রঙ্গিন উলের বল
২
রঙ্গিন উলের বল স্নায়ূ জ্বর জড়িত
অন্তরবাস ঝড় বিবরনে
চিঠি চলেযায় হাসপাতাল ছেড়া হাওয়ায়
আয়োডিন খোলা ডায়রি বেলায়
৩
কার কাছে রেখে ফের
ডিযাইন ছাপানো প্যাসান হাওয়া
ভুলেযাওয়া পাগল দিনে ফেরো
রঙ্গিন উলের বল না পাওয়া