১১
ঘুলঘুলি সংসার , পায়রা খেলার হাওয়ায়
বারান্দা গান , কউটো খোলা কস্ট গুড়োয়
তোমাকে , রঙ্গিন উলের বল
১২
রঙ্গীন উলের বল, ব্যাবধান হলে একলা
দোয়েল বসেথাকে, রং দিবসের ডালে
বুক বাতাসের সরলিপি সাজানো গীটার বেলায়
১৩
ক্লান্ত পাখী ডিজাইন তোলা দিনে
রুমাল হাতের ইশারা হলে ভুলে যায়
ফাকা ফুট্পাথ ভিড়ে দাড়ানো ক্যালেন্ডার।
টাঙ্গানো কতো রঙ্গিন উলের বল