এক আকাশ ভাংচুর ঝরিয়ে
গলিপথের মন হাটা সুরে
তুমি এখন তিন রঙ্গা ঘুড়ি হাওয়া
দুপুরের ধূ-ধূ পারাপারে ।

ভাংচুর জিগর পরিনামে,           জানলার কাচ
ছিড়েফেলা সব
গলার দড়ি,      হাতের পক্ষাঘাত
সোজা দাড়ানো ভাংচুর বারান্দা টবে

কাচের জার প্রেমে
গোল্ড ফিস
জীবন
মরন
ভাংচুর,      ভালবাসি আজ

তোমার সেলয়ার পুরান......