১
বুকের কথা
কথার বুকে ফুল ফোটানো__মেঘ দিবসে......
২
ঘর কথাদের শাড়ী
হলুদ- পেয়াজ-রসুন
আলতো কবিতা হাতে
৩
জীবন খোলা মাঠে
দেরাজ বন্ধ নিওম
কোঠীন লাগা শহর
না বোঝা এক অঙ্কে
৪
হ- জ- ব- র- ল
আমার ব্যাথার বড়ি
তোমায় ডেকে যাই
সন্ধ্যা বেলার ছলে
সব আকাস কথার তারা
তোমার আমার ভিড়ে......।