জল মাটিতে খুলে যায় চারা গাছ সপ্ন
জড়িয়ে ধরা বৃষ্টি তুমি এখন
আমার আরক্ত রাত ভিজে যায় চেয়ে চেয়ে
শহর প্লাবনে ডুব সাতার
দেওয়াল লিখনে চলে আসে জামার বোতাম
আমলকি গাছ
কল ঘরের দিন লিপি লেখা হলে অন্তর মন জেগে থাকে
বাল্তির ভিতর
রুপোলি মাছের আসে কথা ঝরে
অরন্য বিকালে