রাস্তা ঘুরআক দুঃখ চেতনায়
উড়ন্ত মাফলারে জুড়ে যায় অপ্রকাশিত গান
দুমড়ানো কাগজের নৌকো ভেসে যায়
কলের জলে অবিরাম
খেলা করে ভাঙা মন হারমোনিয়ামে
২
ঘুম কথা পুড়ে গেলে রাত উপন্যাস
ফ্যানের হাওয়ায় প্রিথিবী ঘুরছে
রাত দুটোয়, ঘুন পোকা অমনিবাস
টেবিলের কাঠের হ্রিদয়ে
৩
একটা আরশোলার সপ্ন জীবন
গলির অন্ধকারে বেড়ালের মরম বেথা
জোনাকিরা জেনে গেলে ধীরে ধীরে
রাত ভোর হয়
৪
অলস দুপুরে জুয়াড়ি দের আড্ডায়
বাজারের হ্রিদ স্পন্দন জেগে থাকে
সাইকেলের ভ্রমন কথায় দাড়িয়ে থাকে মন
টিক টিক ঘড়িড় শব্দ পাড়ার রাস্তায় নামে
বাড়ি পথ পথ গোনে