১
সাইকেল পরিবহনে আপেল বাগান খুলে জায়
একটা রাস্তার বায়ডাটায়
শেষ হয়না সকাল বেলার হারমোনিয়ামটি
ভবঘুরের প্যাডেলে
২
সরলিপির দুপুর ভেজানো স্নান
বারান্দা পাখনায় জমে থাকে
কথা বলার রিংটোনে আমার টেবিল
উড়ে আসে আধ খানা কবিতার লাইন নিয়ে
৩
বৃষ্টির জল ছবি রাত আট টায়
খুলে যায়। যারা কবিতায় মরে ছিল
তাদের জামার বোতাম খোলা
বাঁচতে পারলে একদিন আমিও জল হব
রেইনকোটের খসখসে গায়ে