ফুঠ পাথ-চায়ের ধোঁয়ায় কথা প্রকল্প
কাপ হাতে অচেনা যুবক
চেনা ছবির ফ্রেম আলাপে।
একটা বিরতির মাঝ খানে বাস এসে দাঁড়ালে
চা পান কাল জয়ী হয়ে যায়
বৃষ্টির আগাম খবরে বাচ্চা দের ভিড়
বস্তা হাতে জীবিন কুড়োনো দিন খেলে।
বৃষ্টি আসেনা।চায়ের দোকানে
বাষ্প বিন্দু জমে গেলে বৃষ্টির সংসার
উঠে আসে ফেস বুকে।
চেতনার গভীরে তিস্তার হাওয়া
জামার কিনার ঘেঁসে অবিরাম শব্দ তুললে
ভীড় বাড়ে চায়ের দোকানে
অচেনা যুবকের ফোনে বৃষ্টির শব্দ
চায়ের শেষ চুমুকে...