একটা লাভা স্রোতের ভিতর জন্ম নেয় নিশ্বাস

এবং আঙুলের ডগায় তুলে আনে গল্প গাথার দগ্ধ নাভি

আমাদের ঘড়িটা ভেংগে ফেলে আমি বস্তুত ধান খেত

অফিসের প্রযুক্তি কামড়ে খাই