তুমি সুর্য্য ৺চাদ না কি এক মহাকাশ
দীর্ঘ জীবনের তুমি এক জীবন্ত ইতিহাস।
সময়ের ভাসমান স্রোত তুমি
যার নেই কোনো অবকাশ।
তুমি ৺দাড়িয়ে থাকা এক প্রাচীন বট
নাকি অনন্তকালের প্রাচীন এক পর্বত।
যদি বলি তুমি বয়ে যাওয়া অসীম সাগর
তোমার মাঝেই মেলা দেখি ছয়টি ঋতুর।
তুমি কঠিন সময়ের সাথে লড়াই করা এক সৈনিক
তোমার উপস্থিতির প্রতিটি মুহুর্তই যেন ঐতিহাসিক।
তুমি দীর্ঘ পথের পথ চলা এক পথিক
দিন-রাত্রী খেটে চলা রক্ত-ঘামে ঝরা এক শ্রমীক।
তুমি ভালবাসায় মোড়া এক প্রেমীক।
তুমি থেকো সঙ্গে থেকো
থেকো আজীবন
তোমায় ছাড়া অসম্পুর্ণ আমার এ জীব্ন।
------------