ভোরের শিশির ভেজা নরম ঘাসের উপর দিয়ে ৺হাটিনি অনেক্দিন
সকালের প্রথম রক্তিম সুর্য্যটাকে ৺ছুতে পারিনি বহুদিন ।
আমার ছোটবেলার সুন্দর সেই গ্রাম থেকে বহুদূরে আজ আমি,
খুব ইচ্ছে করে একবার ছুটে ছলে যেতে
  হারিয়ে যেতে ইচ্ছে করে সেই আম,জাম,৺কাঠাল
                                        তাল আর নারকেলের বাগানে।
ছোটবেলায় বাবা যখন পুকুর ঘাটে স্নানে যেত
                   আমিও যেতাম বাবার সাথে
সকালের প্রথম সুর্য্য ওঠা দেখতাম একমনে।
একটা লাল ডিমের কুসুম জল থেকে উঠে আসছে মনে হত
পুকুরের জলটা লাল হয়ে যেত
বাবা স্নান সেরে সুর্য্য প্রনাম করত পুব আকাশের দিকে
আমিও প্রনাম করতাম বাবাকে দেখে।
কতদিন বাবার সাথে দেখা হয়নি আমার
খুব ইচ্ছে করে বাবাকে একটু জড়িয়ে ধরার।
কতদিন বৃৃষ্টিভেজা দুপুরে ভিজিনি একাকী
ভিজতে দেখিনি কতদিন কাক,শালিক র চ্ড়ুইয়ের দল।
পুকুরপাড়ে কত কই মাছ উঠ্ত বৃষ্টি এলেই
      সবাই গামছা পেতে ধরত
আমার মা ও ধরত ভিজে ভিজে
কি আনন্দ হত তখন।
রাতে মায়ের হাতে কইমাছের ঝোল আর ভাত
আজো মুখে লেগে আছে।
আজো মায়ের মুখখানি মনে পড়ে বারবার
ছুটে গিয়ে মায়ের ৺আচোল ধরতে ইচ্ছে হ্য় আরেকবার।
বিকেলে পাড়ার সাথিদের সাথে
                            চুকিতকিত,হাডুডু,বউ-বসন্তি খেলার মাঝে
কত হাসি কত মজা কত অভিমান।
সন্ধ্যেবেলা সবাইমিলে পরতে বসা।
এখন আর আগের মত খেলা হয়,হয় হাসি,মজা র মান-অভিমান।
আমি এখন সন্ধ্যে হলে পড়তে বসি না
ঘর আর বিছানা সাজিয়ে রাখি
ফুল আর সুগন্ধি দিয়ে নিজেকে সাজাই
মেকি হাসি নিয়ে ঘরের সামনে এসে ৺দাড়াই।
চার দেয়ালে বন্দি আমি আজ
                       আমি কুসুম।
কলকাতার বেশ্যাপাড়ায় বাবুদের শরীর দিয়ে তৃৃপ্ত করাই আমার
                                                                কাজ।
কালের অন্ধকারে হারিয়ে গেছি
হারিয়ে গেছে ভোরের শিশির আর সকালের প্রথম সুর্য্য।
ঝাপসা হয়ে গেছে সব স্মৃতি গোধূলির বালুরাশির ধূসর ঝড়ে।
সারারাত কত বাবু আসে যায়
আমার শরীরটা নিয়ে খেলা করে,দোমড়ায় মোছড়ায়
                  নেকড়ের মতো ৺ছিড়ে খায়
সারারাত জড় বস্তুর মত জেগে থাকি
টাকার বদলে দেয় গালি,কিল,চ্ড় র লাথি।
কান্নাভেজা চোখের জল কখন আপনি শুকিয়ে যায়
রাতের শেষে ক্লান্তি আসে আসে দুচোখ জুড়ে ঘুম
এমনিভাবেই কবে ঘুম আর ভাঙবেনা
জাগবেনা বেশ্যাপাড়ার কুসুম।
এখন আর কেউ আমার ৺খোজ রাখেনা
৺ছুতে চায়না আমার অপবিত্র শরীর মন
নারী হলেও আমিতো বেশ্যা এক্জন।
মাঝে মাঝে সপ্নে দেখি বাবা মা আর ভাইবোন
চিঠি র টাকা পাঠিয়েছিলাম দিয়ে এক্জন
খামে ভরা টাকা নিয়ে ফেরত এলো সেইজন
ছোট্টকাগজে লেখা ছিলো
                      কুসুম আমাদের কাছে মৃৃ্ত এক্জন।