অনেকটা পথ হেটেছি আমি।
দেখেছি অনেক দিনের নতুন ভোর,
দেখেছি প্রথম সকালের রক্তিম সূর্য্য।
দেখেছি পূর্নিমার মায়াবী আলোয়
পৃথিবীর রূপ।
অমাবস্যার নিকষ অন্ধকারে জোনাকীর
মিটমিটে আলো।
অনুভব করেছি বয়ে যাওয়া সময়ের স্রোত।
কত জীবনের সৃষটি দেখেছি
দেখেছি পূর্নতা পাওয়ার আগেই
ঝরে যাওয়া ফুলের কুঁড়ি।
আমি এখনো হাঁটছি,
আমি এখনো গতিময়,ছন্দময়।
আমি এখনো স্বপ্ন দেখি।
স্পর্শ করি ফেলে আাসা স্মৃতিদের
দেখেছি কত সফলতা,কত ব্যর্থতা।
সাক্ষী থেকেছি সুখ-দুঃখের।
কত যুদ্ধ,হানাহানি কত মৃত্যু দেখেছি নিজের চোখে।
দেখেছি অন্যের দুঃখে মুখচাপা হাসি।
স্থবীর হয়ে দেখেছি কত বুকফাটা কান্না।
হাহাকার এনেছে কত দুর্ভিক্ষ আর বন্যা।
সামনে অনেক পথ।
আমাকে হাঁটতে হবে আরো অনেক দূর।
সে পথ কখনো মসৃণ,কখনো ধুলোঝড়ময়
কখনো অবিন্যস্ত,কখনো বন্ধুর।
আমি কিন্তু এখনো ক্লান্ত নই।
আমি এক নিদর্শন, বৈচিত্রময়, বর্ননাময় এক সম্ভার।
আমি অতীত বর্তমান আর
সময়ের ভাসমান স্রোতের ভবিষ্যৎ।
আমি এক ইতিহাস।