দেবেন্দ্রনাথ বিশ্বাস, অধ্যক্ষ (অবঃ)
           তাং২৭/১০/২০২০ইং

কাম ক্রোধ লোভ তিন আশা
ক্ষোভের ভাষায় বাড়ে পিপাসা
মাৎসর্য তখন মদোন্মত্ত হয়।
এই ছয় রিপু মানু‌ষের জীবন
একে অন্যকে তাড়ায় তখন
লোভ থেকে কামনা  বাড়ায়।

বিশ্বের যত ছোট বড় রণ
লোভ না হয় কামের কারণ
সীতা হরণ থেকে ট্রয়ের পতন ঘটে।
নিজের যতটুকু অপরের বেশি
এতে যারা মোটে নয় খুশি
পরশ্রীকাতরতা মানব চরিত্র বটে!

নিজের যা আছে তাতে নয় সুখ
আরও না পেলে বাড়ে মন দুঃখ
ধন ও সম্পদ ক্ষণিকের সাধ মেটায়।
রাজভোগ অতি উন্নত আহার  
পর দিন দেখো লাগে যে খাবার
তাই,  যার যেটুকু  তাতেই তুষ্ট হতে  হয়।

মহান যে জন নাই তার দুঃখ
নিজেরে বিলাতে সদা উন্মুখ
পরার্থে জীবন দিতে সতত ব্যাকুল।
আপনারে লয়ে বিব্রত নয়
নিজের সর্বস্ব দিয়ে সুখী হয়
আর্ত জনের জন্য সেবায় আকুল।

ক্ষণিক শান্তির নীড় সান্ত্বনা নয়
চির শান্তির পথ অমর অক্ষয়
স্বার্থ অর্থ পরমার্থ কখনও এক নয় ।
জন্ম আমার পরের জন্য
নিজেকে বিলিয়ে হও ধন্য
ত্যাগের ভিতরে এক মাত্র শান্তি রয়।
" তাই,  ত্যাগেই শান্তি,  ভোগে কভু নয়। "