দেবেন্দ্রনাথ বিশ্বাস,অধ্যক্ষ (অবঃ)
            তাং২৯/১০/২০২০ইং

মানুষ নাকি জীবের শ্রেষ্ঠ
             শাস্ত্র গ্রন্থে কয়।
বিজ্ঞানীরা জ্ঞান সন্ধানে
           অনুসন্ধিৎসু হয়।
সোনাকে বিশ্লষণ করে
          উপাদানের তুলায়।
এমন মানুষ আছে নাকি
             যাতে, সোনা পাওয়া যায়।

সাধক, ফকির সন্ন্যাসীরা
          সোনার মানুষ খোঁজে।
কোন মানুষের জীবন চর্যা
           সোনার মূল্য বোঝে।

রাজনীতিবিদ খুঁজে বেড়ায়
          সোনার মানুষ কই?
দলে আছে হাজার মানুষ
        সোনার তো কেউ নেই!
গ্রামে গঞ্জে হাজার মানুষ
        সোনার মালা গলায়।
ঘরে আছে অঢেল সোনা
       সোনার, মানুষ পাওয়া দায়।

সর্বস্তরে খোঁজার পড়ে
    স্বর্ণ কারের ঠাঁই।
" তোমার কাছে সোনার মানুষ
           আছে নাকি ভাই?
মণি কাঞ্চন চাইলে আমি
          তৈরি করে দেব।
মূর্তি শুধু হবে কেবল
       প্রাণ কোথায় পাবো ? "

শোন," শোনার মানুষ "আছে অঢেল "
            "  বলিয়েরা " হাজার।
বাক বিতন্ডায় পারদর্শী
      বাঁচাল হলেও নাচার।

আসলে, বিজ্ঞানী বা সাধকও নয়
           "সোনার "মানুষ "সেই।
নিঃস্বার্থ, নিষ্কলঙ্ক মানবিক ও
           পরার্থে আত্মোৎসর্গ যেই।