দেবেন্দ্রনাথ বিশ্বাস, অধ্যক্ষ (অবঃ)
তাং ০৩/১২/২০২০ইং
কুম্ভকারের চাকা যেমন
মানব জীবন- চক্র তেমন
ভন্ ভন্ করে ডানের দিকে ঘুরছেই।
চাকার ডানে কেবল অাঁধার
ঘোরে চাকা দুর্নিবার
অনন্ত কাল ধরে এগোচ্ছে তো এগোচ্ছেই।
পার্থক্য কেবলই সেথায়
মানব জীবনের বেলায়
সভ্যতার সাথে সাথে আলো পেতে চায়।বাঁয়ের দিকে আলোর রশ্মি
প্রগতি বাদীদের মন আকর্ষি
অন্ধকারকে জীবন থেকে দিতে চায় বিদায়।
মানুষের মধ্যে দুটি দল
বাম -ডানে বিভেদ প্রবল
ডানপন্থিদের স্বার্থ প্রবল বামেরা পিছে থাক। প্রগতিশীল বামেরা চায়
আপামর মানুষের রায়
সমান সব কেউ হেয় নয় আলোর রশ্মি পাক।
মহান সূর্য উদার হৃদয়
আলো ও বাতাস সমভাবে দেয়
তুচ্ছ প্রাণি থেকে মহা শক্তিধর কেউ ছোট নয়
ঈর্ষান্বিত মানুষ যারা
অপরের ভাল চায়না তারা
শিক্ষা সম্পদ জ্ঞান তারাকুক্ষিগত করতে চায়
"বিশ্ব সংঘের " মুক্ত আদেশ
শিক্ষা সংস্কৃতির মূল পরিবেশ
সকলের জন্য খোলা থাকবে, ব্যক্তিগত নয়।
শিক্ষা মনের ঘুচায় কলো
তাইতো একে বলে আলো
চর্ম চক্ষু নাই, 'শিক্ষা 'মনে আলো জ্বালায়।
শুনুন, চোখ থেকেও অন্ধ যারা
"ডান আর বাম "বুঝেনা তারা
শিক্ষার আলো বঞ্চিত হলে "যষ্ঠি "নিয়ে তৈরি
অন্ধের হোল " যষ্ঠি সম্বল "
ওই যষ্ঠি দিয়েই করবে বিকল
দাবীর বেলায় ঐক্যবদ্ধ, কেউ কারো নয় বৈরি