দোকানি পশরা সাজায়
নানা পণ্য দিয়ে।
উদ্দেশ্য, মুনাফা পাবে
বৈচিত্র্য বানিয়ে।
কারুর দোকান মনকারে
মণি মুক্তা রত্নে।
পুঁজি কম যার দোকানে
বৃদ্ধি বাড়ায় যত্নে।
ধনির ছেলের দোকান বড়
সাজ সজ্জায় ঝলক।
ধন হীনের দোকানে কিন্তু
নেই তেমন চমক।
আত্মগর্বী দোকান দারের
কথায় কথায় ছল।
নিরীহ দোকান দারদের
সৎ আচরণে সফল।
জীবন যুদ্ধ দোকানদারি
" গুড উইলটা " মুখ্য।
ক্রেতা খরিদ্দার বুঝেফেলে
কার কতখানি সখ্য।
দোকান দারের আচরণে
আন্তরিকতা যেমনি ।
যে দোকানির যে ব্যবহার
লাভ-লোকসান তেমনি।
স্বল্পস্থায়ী এই জীবনে
যেমনি দোকান করবে।
" সদাচারণ " সংগে থাকলে
লাভের খাতা ভরবে।
ব্যবহারকে শুদ্ধ করুন
সঞ্চয় করুন (কিঞ্চিৎ) পূণ্য।
নইলে, ব্যবসা হবে ছাড় খাড়
লাভের, কোঠাই রবে শূণ্য।