জন্মিয়া মনুষ্য কুলে
কি কর্তব্য? লোকে ভুলে
' হামবড়া 'ভাব করে সার।
মানুষ নাকি সৃষ্টির সেরা
কাজে না দেখালে ব্যর্থ তারা
" নিজেরে নিয়ে বিব্রত!!" স্বার্থাচার ।
কেউ, আত্ম স্বার্থ করতে সম্বল
বগলে ধরে 'লোটা কম্বল '
সন্ন্যাসী গিরিতে ভবনদী হবে পার।
যে পরার্থে কিছু না করতে পারে
বৃথাই জন্ম এই সংসারে
শ্রেষ্ঠত্বের বড়াই হবে ছারখার।
বনের ফুলের কি মহা গুণ
উৎসর্গ করে আপন জীবন
সৌন্দর্য সুগন্ধ বিলায় নিঃস্বার্থে।
ত্যাগী যোগী মানুষ যেজন,
আর্ত ব্যথিত মানুষের পূজন
পারের সম্বল যোগাতে করেন কাজে।
তারা জানেন :
মহাকলের এমনি বিধান
গ্রহণ করেন "আমার সব ধন "
আমার মাটির দেহ, রবে মাটির মাঝে।
তাই, এই জীবনকে করতে ধন্য
সঞ্চয় করুন কিঞ্চিৎ পূণ্য
কাল- স্রোতে ভেসে গেলেও স্মৃতি অমলিন।
ভিক্ষায় জুটিয়ে খাবার
দীন দরিদ্রের কম্বলই সার
পরার্থে যে টুকু পারেন সম্বল করে রেখে দিন।