দেবেন্দ্রনাথ বিশ্বাস, অধ্যক্ষ (অবঃ)
      তাং১১/১০/২০২০ইং

মরু মরিচিকায় যেমন
      ভ্রান্ত পথিক পথ হারায়।
আমরা যাদের দৃষ্টি ক্ষীণ
      "  আগম নিগম " তত্ত্ব ভোলায়।
  এ ব্রহ্মাণ্ডের সৃজন কালে
       সৃ‌ষ্টি কর্তার ইচ্ছার সখে।
যাকে যেখানে যে প্রয়োজন
    সকলকে এক পাত্রে রাখে।
জীবন মঞ্চের অভিনয়ে
যে "সিনে " যার ডাক পড়বে।
যার যে টুক পাঠ সাঙ্গ করে
" গ্রীণ ঘরে " ফিরতেই হবে।

নাট্ট মঞ্চে হাজার মানুষ
প্রবেশ বাহির হতেই থাকে।
কেউ বা বলে একি কান্ড!
রাজা  না প্রজা চিনবো কাকে?
আসল কথা, যা ছিল তাই
বাড়া কমা দৃষ্টির বিভ্রম।
রূপান্তরই সৃষ্টির বিধান
বোদ্ধা যারা জানে  নিয়ম।
সাগরের জল বাষ্পাকারে
পাহাড় চূড়ায় জমা হয়।
নদী রূপ ধরে পূনঃ সাগরে যায়
পূর্ব জলই রূপান্তরে বাষ্প হয়।

জন্ম - ও -মৃত্যু প্রাকৃতির রীতি
জন্মে বৃদ্ধি,  মৃত্যুতে নয় শেষ।
বিজ্ঞ জন এ দৃশ্যে বিব্রত নন
তিনি জানেন, এ পরিবর্তন বিশেষ।
যিনি গেলেন আর যিনি এলেন
ওই দুই জনই অনন্ত কালের।
কেউ যায় না, কেউ আসে  না
তত্ত্ব জানি নি তাই অজ্ঞতা আমার ।
        পরিশেষে :
বিজ্ঞজন দের একই বাণী
সৃষ্টি লগ্নে যাবৎ সৃজন।
বাড়া কমা কিছুই হয়নি
পরিবর্তনে সব আছে   সমান।